মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫১:৩২

ঈদের নামাজকে করে সংঘর্ষ, আহত ২২

ঈদের নামাজকে করে সংঘর্ষ, আহত ২২

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে অন্তত: ২২ জন নারী পুরুষ আহত হয়েছেন।

এদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায়  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর মডেল থানা পুলিশ, ইসলামপুর ইউ.পি চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু ও স্থানীয়রা জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে একরামুল,রফিকুল ইসলাম,মনসুর লতিফ ও হাবিবুর রহমান হবির নেতৃত্বে একটি পক্ষ নামাজে বাধা দেয় এবং নজরুল ইসলাম ও আব্দুল কায়েমের নেতৃত্বে অপর পক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরই জের ধরে আজ সোমবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষের ছোড়া ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন নারী সহ কমপক্ষে ২২ জন আহত হন। আহতদের জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হবিবুর রহমান, রফিকুল ইসলাম, সোলায়মানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ও.সি গোলাম মর্ত্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংঘর্ষ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
২৭ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে