শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৯:০১

বিএনপি এখন কফিনে ঢুকে গেছে: এরশাদ

বিএনপি এখন কফিনে ঢুকে গেছে: এরশাদ

নিউজ ডেস্ক : বিএনপি বর্তমানে কফিনে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আরও বলেন, খালেদা জিয়া যেদিন জেলে যাবেন সেদিন কফিনে শেষ পেরেক লাগবে।

চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্র্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এয়াকুব হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম এমপি, সিরাজুল ইসলাম মাস্টার, নোমান মোহাম্মদ এমপি, মো. ইলিয়াছ এমপি, পীর ফজলুর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম।

এরশাদ বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। যেদিকে যাই সেদিকে মানুষের সাড়া পাচ্ছি। বিএনপি, আওয়ামী লীগ আমাকে ভয় পায়। এখনও যদি রাষ্ট্রপতিশাসিত নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে।’

বাক-স্বাধীনতাসহ মৌলিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে দাবি করে এরশাদ বলেন, ‘মানুষ শান্তিতে থাকতে পারছে না। মানুষ কথা বলতে পারছে না। মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে। চারদিকে শুধু লুটতরাজ আর দুর্নীতি।’

আমি জনগণের জন্য বাঁচতে চাই। আমরা ধর্ষণ, গুম, খুনমুক্ত দেশ চাই। সেই দেশ দিতে পারবে জাতীয় পার্টি, বলেন এরশাদ। সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম জাতীয় পার্টির আহ্বায়ক মাহজাবিন মোরশেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু।

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে