বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১১:২০:৪৭

৯ ডাক্তারের বিরুদ্ধে দুদকের মামলা

৯ ডাক্তারের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে নয় ডাক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবারের দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে যে নয়জনের বিরুদ্ধে মামলার অনুমোদন হয়েছে তারা হলেন— চমেক হাসপাতালের উপ-পরিচালক (স্থাস্থ্য) ডা. কাজী শফিকুল, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. খোরশেদ শিরীন, মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান ডা. মোমেন সরকার, গাইনি বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. কামরুন নেসা বেগম, শিশু বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. মো. গিয়াস উদ্দিন, রেডিওথেরাপি বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলী আসগর চৌধুরী, সিনিয়র স্টোর অফিসার ডা. শেখ মোহাম্মদ জামাল মোস্তফা, বিশ্ব স্থাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দত্ত ও মেডিকেল অফিসার (স্টোর) ডা. নাজমুল আখতার।

অভিযুক্তরা সবাই নিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন।

চমেক হাসপাতালে ২০১১ সালের ২৮ নভেম্বর তারিখের এক বিজ্ঞপ্তির মাধ্যমে লোকবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়।  সে অনুসারে মূল্যায়ন কমিটি গঠন করা হয়।

মূল্যায়ন কমিটির সদস্যদের যোগসাজশে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমিশনে এলে ২০১২ সালে অনুসন্ধানে নামে দুদক।  চার বছরের বেশি সময় অনুসন্ধান করে অভিযুক্ত নিয়োগ মূল্যায়ন কমিটির নয়জনের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৮/৪০৯/১৬১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলার অনুমোদন দেয় কমিশন।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে