সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৪:২৫:৪৫

ছাত্রলীগের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট

ছাত্রলীগের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট

চট্টগ্রাম : ছাত্রলীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সোমবার বেলা দেড়টার দিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে বিকেলে ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান। তিনি জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণে সোমবার বেলা দেড়টা থেকে চুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য, সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট এবং রেজিস্ট্রারের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় দেড়টা থেকে আদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাকার্যক্রম (পরীক্ষাসহ) বন্ধ থাকবে। আজ সোমবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাকার্যক্রম যথারীতি চলবে বলে উল্লেখ করা হয়। ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে