রবিবার, ০৬ জানুয়ারী, ২০১৯, ১২:১৮:১৯

টেকনাফে ৩৫ কেজির পোয়া মাছ, দাম শুনলে চমকে যাবেন

টেকনাফে ৩৫ কেজির পোয়া মাছ, দাম শুনলে চমকে যাবেন

টেকনাফ: টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি পোয়া মাছ।শনিবার বিকালে সাগরে মাছটি ধরা পড়ে। পরে এটি বিক্রি করা হয় আড়াই লাখা টাকায়।

জেলেরা জানান, শনিবার ভোরে দ্বীপের বাসিন্দা আবদুল গণির নেতৃত্বে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। বিকালে জাল তুললে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৫ কেজি। মাছটি নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছটি ২ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী আবদু শুক্কুর।

তিনি বলেন, মাছটি চট্টগ্রামের এক মাছ ব্যবসায়ীর কাছে বেশি টাকায় বিক্রি করার জন্য যোগাযোগ চলছে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে