শনিবার, ১৫ জুন, ২০১৯, ১১:০০:১৩

মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম নগরী

মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম নগরী

নিউজ ডেস্ক: মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। রাস্তা-ঘাটের পাশাপাশি দোকান ও বাসা-বাড়িতে ঢুকে পড়ে পানি। এমনকী নগরীর লালখানবাজার-মুরাদপুরের আখতারুজ্জামন ফ্লাইওভারে সৃষ্টি হয় জলজট। নালা আটকে থাকায় নগরীর অনেক উঁচু এলাকাও তলিয়ে যায় পানির নিচে। ফলে জলবদ্ধতাতায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। শনিবার দুপুর পৌনে দুইটা থেকে শুরু হয় ভারি বর্ষণ। যা স্থায়ী হয় মাত্র পৌনে এক ঘণ্টা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বলেন, দুপুর পৌনে ২টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা পর্যন্ত ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ থেকে ৬৫ কিলোমিটার। এ সময় বৃষ্টিপাতও হয়। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীতে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।

তিনি বলেন, ‘শনিবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। সে সাথে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। মাঝারি আকারে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে