বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০১৯, ০১:৩১:০৪

ধরা পড়ছে প্রচুর ইলিশ, বাজারে দাম একেবারেই কমে ৫০ টাকা কেজি!

ধরা পড়ছে প্রচুর ইলিশ, বাজারে দাম একেবারেই কমে ৫০ টাকা কেজি!

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে শেষ মৌসুমে এসে বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে বাজারে ইলিশের দাম একেবারেই কমে গেছে। গতকাল বুধবার এখানে ছোট আকৃতির ইলিশ প্রতিকেজি ৫০ টাকায় এবং বড় ১ কেজি সাইজের ইলিশ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। 

এদিকে দাম কম পেয়ে স্থানীয় মৎস্য আড়তদাররা ও দূরাগত পাইকাররা ভবিষ্যতে সরবরাহ করার লক্ষে প্রচুর ইলিশ মজুদ করতে বরফের দাম এক লাফে কয়েকগুণ বেড়ে গেছে। ফলে এখন ইলিশের চেয়ে বরফের দাম অনেক বেশি পড়ছে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের সীতাকুণ্ড উপকূলে গত কয়েকদিন হঠাৎ প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। সাগরে মৎস্য শিকারে যাওয়া জেলেরা নৌকা ভর্তি ইলিশ নিয়ে ফিরছে উপকূলে। কিন্তু অতিরিক্ত ইলিশের কারণে স্থানীয় বাজারে কমে গেছে দাম।

সরেজমিনে গতকাল বুধবার দুপুরে উপজেলার সবচেয়ে ইলিশ আহরণ এলাকা কুমিরা ঘাটঘর গিয়ে দেখা যায় জেলেরা সাগর থেকে প্রচুর ইলিশ শিকার করে ফিরছেন। এমন একটি নৌকাও নেই যেখানে কয়েক মণ ইলিশ আনা হয়নি। তবে মাছের মধ্যে বেশির ভাগই ছোট ও মাঝারি আকৃতির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে