বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০৬:২২:০০

সুস্থ হয়ে উঠছেন কক্সবাজারের প্রথম করোনা আ'ক্রান্ত রোগী

সুস্থ হয়ে উঠছেন কক্সবাজারের প্রথম করোনা আ'ক্রান্ত রোগী

নিউজ ডেস্ক : শারীরিক অবস্থা উন্নতির দিকে কক্সবাজারে করোনা আ'ক্রা'ন্ত মোসলিমা খাতুনের (৭০)। কমেছে সর্দি, জ্বর এবং কাশি । তবে এখনো ডায়রিয়া কমেনি আ'ক্রা'ন্ত রোগীর এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মাহবুবুর রহমান। বুধবার থেকে করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত রোগীকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জান‍ান তিনি।

মাহবুবুর রহমান বলেন, করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত রোগীকে সুস্থ করে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত চিকিৎসায় তার সর্দি, জ্বর ও কাশি কমেছে। ডায়রিয়া নিয়ন্ত্রণে না এলেও চিকিৎসা অব্যাহত রয়েছে। করোনায় স্বাস্থ্যগত উন্নতির যে স্তর, তাতে ওই বৃদ্ধা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

একই কথা জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, কক্সবাজারের যে মহিলা প্রথম করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছে তিনি সৌদিআরব থেকে ফিরেছেন। তার স্বাস্থ্যের নিয়মিত খোঁজ রাখছি। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে