সোমবার, ০৫ অক্টোবর, ২০২০, ১০:৪৬:২৯

পর্দাতেই নারী সর্বাধিক নিরাপদ, ধ'র্ষণ, নারী নি'র্যাতন রোধে পর্দা বাধ্যতামূলক করার দাবি বাবুনগরীর

পর্দাতেই নারী সর্বাধিক নিরাপদ, ধ'র্ষণ, নারী নি'র্যাতন রোধে পর্দা বাধ্যতামূলক করার দাবি বাবুনগরীর

হাটহাজারী (চট্টগ্রাম): নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিব'স্ত্র করে ব'র্বরোচিত নি'র্যাতন চালানোর ঘ'টনায় তী'ব্র নি'ন্দা ও প্র'তিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। অভিযু'ক্তদের গ্রে'ফতার করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শা'স্তি নিশ্চিত করার জো'র দাবি জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর বারডেম জেনারেল হসপিটাল থেকে সংবাদমাধ্যমে প্রেরিত এক বি'বৃতিতে হেফাজত মহাসচিব বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধ'র্ষণের ঘ'টনা উ'দ্বেগজনক মাত্রায় বেড়েছে। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নোয়াখালীর এ ঘ'টনা আইয়্যামে জা'হিলিয়াতকেও হা'র মানিয়েছে।

আল্লামা বাবুনগরী বলেন, এ ঘট'নার বিবরণ শুনে আমার হৃদয়ে র'ক্তক্ষ'রণ হচ্ছে। মানুষ কীভাবে এতটা হিং'স্র হতে পারে! ব'র্বরোচিত কায়দায় এভাবে কোনো মা-বোন নি'র্যাতনের শি'কার হওয়ার পর চুপ করে ঘরে বসে থাকা যায় না।

হেফাজত মহাসচিব আরও বলেন, এ ঘ'টনায় এক মাস পার হয়ে গেলেও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লম্পটদের বিরু'দ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি এটি বড়ই দুঃখজনক। অবহেলার এ দায় স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। তিনি আরও বলেন, পর্দা নারীর মৌলিক অধিকার। পর্দাতেই নারী সর্বাধিক নিরাপদ। নারীকে নিরাপদে রাখতে পারলে তখন ব্যক্তি, দেশ, জাতি ও সমাজ, সংসার সবকিছুই নিরাপদ। ধ'র্ষণ, নারী নি'র্যাতন এসব রোধে পর্দা বাধ্যতামূলক করার বিকল্প নেই।

হুশিয়ারি উচ্চারণ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াখালীর ব'র্বরোচিত এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রে'ফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এর প্র'তিবাদে গোটা দেশ উ'ত্তাল হয়ে উঠতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে