বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০১:৪৯:৪৭

ঘুরে ঘুরে করোনা নমুনা সংগ্রহে রাস্তায় নেমেছে ভ্রাম্যমাণ গাড়ি

 ঘুরে ঘুরে করোনা নমুনা সংগ্রহে রাস্তায় নেমেছে ভ্রাম্যমাণ গাড়ি

নিউজ ডেস্ক:  লোকজনের সুবিধার্থে এবার করোনার নমুনা সংগ্রহে এবার  ঘুরে ঘুরে করোনা নমুনা সংগ্রহে রাস্তায় নেমেছে ভ্রাম্যমাণ গাড়ি। আর এই সার্ভিস শুরু হয়েছে বন্দর নগর চট্টগ্রামে। প্রশংসনীয় এই উদ্যোগ নিয়েছে অন্তহীন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান । নগরীর ছয়টি স্থান থেকে জেলা প্রশাসন ও বিআইটিআইডিয়ের সহায়তায় এ কার্যক্রম চালাচ্ছে।

টেকনিশিয়ানদের মতে খোলা জায়গা ও বিশেষায়িত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করায় সংক্রমণের ঝুঁকি নেই। হাতের কাছে সহজে করোনার নমুনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ। চোখে পড়েছে উপচে পড় ভীড় পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে নির্ধারিত জায়গাগুলোতে।

নির্দিষ্ট করা নগরীর  ছয়টি স্থান থেকে শুধু সরকারি ফি হিসাবে ১০০ টাকা দিয়েই কোনো ঝামেলা ও ভিড় ছাড়াই করোনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে