বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ০৬:১২:২৬

পরিত্যক্ত অবস্থায় জব্দ ৮০ হাজার ইউএস ডলার

পরিত্যক্ত অবস্থায় জব্দ ৮০ হাজার ইউএস ডলার

এমটি নিউজ২৪ ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি। বাংলাদেশি টাকায় যা ৮৯ লাখ ৬০ হাজার টাকা। বুধবার বেলা ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক কর্নেল শাহ মো. ইশতিয়াক বুধবার বিকেল চারটায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা বুধবার বেলা ১১টায় সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলারের কাছে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।

এসময় এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। পালিয়ে যাওয়া অজ্ঞাত সেই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে চলে যায়। ব্যাগটি তল্লাশি করে তাতে ৮০ হাজার ইউএস ডলার পায় বিজিবি সদস্যরা।

বিজিবি পরিচালক আরো জানান, এই ডলার ভারত থেকে বাংলাদেশে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ডলারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে