মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১১:৫৬:১৫

উড্ডয়নের সময় কক্সবাজার বিমানবন্দরে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু

উড্ডয়নের সময় কক্সবাজার বিমানবন্দরে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কায় দুটি গরু মারা গেছে। ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে পাইলট নিরাপদে উড়োজাহাজটি উড্ডয়নের করতে সক্ষম হয়েছেন। একইসঙ্গে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হলেও নিরাপদে ঢাকায় অবতরণ করেছে উড়োজাহাজটি। 

সূত্র জানায়, ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহজ উড্ডয়নের সময় রানওয়েতে চলে আসে দুটি গরু। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে রানওয়ে ১৭ নম্বর ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানপাশের সঙ্গে গরু দুটির ধাক্কা লাগে। গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। তবে বিমানটি সফলভাবে উড্ডয়ন করে বিমানবন্দর ত্যাগ করে। পরবর্তীতে বিমানটি ঢাকা অবতরণের জন্য সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। 

কক্সবাজার বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে একাধিকবার চেষ্টা করেও কক্সবাজার বিমানবন্দরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ফারুকের  বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, ঢাকায় জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে মোকাবিলা করা যায়। পাইলট সফলভাবে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখতে উড়োজাহাজটি পরীক্ষা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে