রবিবার, ০৯ জানুয়ারী, ২০২২, ০৯:১৪:৪৮

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াভয় আগুন, পুড়ে শেষ সহস্রাধিক ঘর

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াভয় আগুন, পুড়ে শেষ সহস্রাধিক ঘর

কক্সবাজার থেকে : কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার চেষ্টায় রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে এক হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

৮-নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, বিকাল ৫টায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের আটটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, ক্যাম্পে আগুন লেগে হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে শেষ হয়ে গেছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের তাদের সহায়তার দাবি জানান তিনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি বলে জানিয়েছে ৮-নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে