সোমবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২২, ০২:১২:৫৯

আ.লীগ নেতার কন্যার সাথে জামায়াত নেতার পুত্রের বিয়ে, হোটেলে নেতাদের মিলনমেলা

আ.লীগ নেতার কন্যার সাথে জামায়াত নেতার পুত্রের বিয়ে, হোটেলে নেতাদের মিলনমেলা

কক্সবাজার থেকে : কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের মেয়েকে পুত্রবধূ বানিয়ে ঘরে তুলেছেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী।

শনিবার রাতে হোটেল-মোটেল জোনের তারকা হোটেল সি-গালে শাহজালাল চৌধুরীর ছেলে আইনজীবী হাসানুল বান্নার সঙ্গে জাফর আহমদের মেয়ে সুফিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হাসানুল বান্না জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর ভাতিজা। এ বিয়েকে ঘিরে শনিবার সন্ধ্যার পর থেকে তারকা হোটেল সি-গালে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও এবি পার্টিসহ সব রাজনৈতিক দলের নেতাদের মিলনমেলা বসে। 

অতিথি হয়ে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, সরকার দলীয় এমপি আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ চৌধুরী, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, সাবেক এমপি আব্দুর রহমান বদি, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, এবি পার্টি নেতা শামসুল হকসহ সব রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। 

রাজনৈতিক দলের নেতারা ছাড়াও আইনজীবী, সাংবাদিক, আলেম ওলামা ও পেশাজীবী নেতারা এবং পারিবারিক আত্মীয়স্বজনরা বিয়ের অনুষ্ঠানে আসেন। সবাই একই টেবিলে খাবার খাওয়ার পর জমিয়ে আড্ডা দেন। প্রাণবন্ত আড্ডায় উঠে আসে পুরনো দিনের রাজনৈতিক অনেক স্মৃতি এবং বর্তমান অবস্থা। 

এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এবি পার্টির নেতা ও প্রবীণ সাংবাদিক শামসুল হক শারেক। লিখেছেন, 'এ বিয়ে অনুষ্ঠানের মতোই যদি আমাদের সমাজ ও দেশের পরিবেশটা হতো! সব দলের নেতারা একসঙ্গে বসে যদি আমাদের সমাজ এবং দেশটা পরিচালনা করতো, তাহলে কতই না ভালো হতো!'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে