মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০২২, ০৬:৪৮:১৬

গণির জালে ধরা পড়েছে দুইটি কালো পোয়া, দাম ১৫ লাখ!

গণির জালে ধরা পড়েছে দুইটি কালো পোয়া, দাম ১৫ লাখ!

এমটি নিউজ২৪ ডেস্ক : টেকনাফের সেন্ট মার্টিনে আব্দুল গণির জালে ধরা পড়েছে দুইটি কালো পোয়া। বাজারে মাছ দুটির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। মাছ দুটির ওজন ৩০ কেজি ৪০০ গ্রাম ও ২৪ কেজি ৯০০ গ্রাম।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টায় টেকনাফ সেন্ট মার্টিন নৌঘাটে মাছ দুটি নিয়ে কূলে ভিড়েন ওই জেলে।

পোয়া মাছ দুটি ১০ লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ীরা। কিন্তু দরদাম মন মত না হওয়ায় কালো পোয়া মাছ দুটি আরও বেশি মূল্যে বিক্রির আশায় কক্সবাজার ফিশারী ঘাটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান নৌকার মালিক আব্দুল গণি।

এর আগেও ২০২০ সালের নভেম্বর মাসে এই আব্দুল গণির জালে ধরা পড়ে একটি কালো পোয়া। মাছটি ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছিল। এর ঠিক দুই বছর পূর্বে ২০১৮ সালের ১৪ নভেম্বর ৩৪ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ বিক্রি করেছিল ১০ লাখ টাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, কালো পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল ক্যামিকেল হিসেবে ব্যবহার হয় বলে মাছ ব্যবসায়ীরা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে