বুধবার, ২২ মার্চ, ২০১৭, ১১:৫৩:৩৭

এমপি লিটনের আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

এমপি লিটনের আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক: দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে ওই আসনের উপ-নির্বাচনে ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

২২ মার্চ বুধবার সকাল ৮টায় ৬৩৭টি ভোটকক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

উপ-নির্বাচনে ‘নৌকা’ প্রতীক নিয়ে আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ, ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে জাতীয় পার্টির (এরশাদ) শামীম হায়দার, ‘মশাল’ প্রতীকে জাসদের মোহাম্মদ আলী প্রামানিক, ‘সাইকেল’ প্রতীকে জাতীয় পার্টির (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, ‘মাছ’ প্রতীকে গণফ্রন্টের শরিফুল ইসলাম, ‘আম’ প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান ও ‘আপেল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণের শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে আশা করছেন ইসি কর্মকর্তারা।

উপজেলার দুর্গম চরাঞ্চলে ১৫টি ভোট কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। তাদের মধ্যে এক লাখ ৭০ হাজার ৮৪১ জন নারী, আর পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন। নির্বাচনে দায়িত্ব পালন করছেন ১০৯ জন প্রিসাইডিং অফিসার, ৬৩৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও এক হাজার ২৭৪ জন পোলিং অফিসার। ভোটকেন্দ্রে পাঁচ স্তরে আইনশৃঙ্খলা বাহিনীর চার সহস্রাধিক সদস্য নিয়োজিত রয়েছেন।

পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলছে।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘শঙ্কার কোনো কারণ নেই। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে’।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহতাবস্থায় লিটনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মারা যাওয়ার পর গাইবান্ধা-১ আসনটি শূন্য হয়।
২২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে