বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৮:৪৪

গজলডোবায় বাঁধ নির্মাণ, গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

গজলডোবায় বাঁধ নির্মাণ, গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

মোঃ মামুনুর রশিদ মন্ডল , গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) এর উদ্যোগে গতকাল বুধবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসদ কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা বলেন, ভারত সরকার কোন নিয়মনীতির তোয়াক্কা না করে তিস্তা নদীর উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমির দিকে ঠেলে দিয়েছে। বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তার নদীর পানি ন্যায্য হিস্যা আদায় করা যাচ্ছে না। এ সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। ভারত তিস্তার পানি প্রত্যাহার করে নেয়ার ফলে ‘তিস্তা সেচ’ প্রকল্পটি এখন অচল হওয়ার পথে। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে