মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:১১:২৫

জমছে এবার বেয়াই-বেয়াইয়ে লড়াই

 জমছে এবার বেয়াই-বেয়াইয়ে লড়াই

গাইবান্ধা প্রতিনিধি : পৌর নির্বাচনে মেয়র পদে জমবে এবার বেয়াইয়ের সঙ্গে বেয়াইয়ের লড়াই। ঘটনাটি গাইবান্ধা পৌরসভায়। নির্বাচনে দুই বেয়াইয়ের লড়াই জমে উঠেছে। একজন বর্তমান মেয়র মো. শামছুল আলম এবং অপরজন সাবেক মেয়র আনোয়ার-উল হাসান সবুরের ছোট ভাই আনওয়ার-উল সারোয়ার সাহিব। সাবেক মেয়র সবুরের ছেলের সঙ্গে বর্তমান মেয়র শামছুল আলমের মেয়ের বিয়ে হয়। দুই মেয়রের ঘনিষ্ঠতা থাকার কথা থাকলেও কিন্তু তা নেই। আনুষ্ঠানিকতার বিয়ে না হওয়ায় সুসম্পর্কও গড়ে ওঠেনি তাদের। দু’জনের মধ্যে কোনো কথাও নেই। গত নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিয়ে দু’বারের মেয়র আনোয়ার-উল হাসান সবুর বেয়াই শামছুল আলমের কাছে হেরে যান। নির্বাচনের পর থেকেই শারীরিকভাবে বেশ অসুস্থ সবুর। এবার প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারছেন না বলে ছোট ভাই আনওয়ার-উল সারোয়ার সাহিব পাশে দাঁড়িয়েছেন। নির্বাচনী প্রচারণাতে বেয়াইয়ের বিরুদ্ধে অসুস্থ অবস্থাতেও ছোট ভাইয়ের পক্ষে প্রচারণায় মাঠে নামবেন বলে শোনা যাচ্ছে। সাবেক মেয়র সবুর দু’বার পৌর আওয়ামী লীগের সভাপতি। নতুন কমিটি না হওয়ায় এখনো তিনি সেই পদে বহাল আছেন। অন্যদিকে বর্তমান মেয়র আলম ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু এখন কোনো দলের সাথেই জড়িত নন। সবুরের ছোট ভাই শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আওয়ামী ঘরনার লোক হলেও তিনি কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে নিজ এলাকায় একটি বড় ভোট ব্যাংক রয়েছে তার। দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে