শুক্রবার, ০৭ জানুয়ারী, ২০২২, ০৯:৩০:৫৬

‘এলাম, দেখলাম, জয় করলাম'-এর মতোই হলো!

‘এলাম, দেখলাম, জয় করলাম'-এর মতোই হলো!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী। ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। তিনি মায়ের মৃত্যুর খবর শুনে সৌদি আরব থেকে দেশে এসে চেয়ারম্যান হয়ে গেছেন।

মোহাম্মদ আলী সৌদি আরব প্রবাসী। সৌদি আরবের জেদ্দা শহরের বড় ব্যবসায়ী এবং সেখানকার বিএনপির বড় নেতা হিসেবেই তার পরিচয়। ২৭ বছর ধরে সেখানে বসবাস তার।

প্রবাসে থাকলেও চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী সুযোগ পেলেই দেশে এসে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন। সম্প্রতি তার মায়ের মৃত্যু হলে তিনি দেশে আসেন পারিবারিক কাজে। ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হলে তার শুভাকাঙ্ক্ষীরা অনুরোধ করেন নির্বাচনে অংশ নিতে। ডিসেম্বর মাসের ৫ তারিখে তিনি ঘোষণা দেন নির্বাচন করার।

এরপর মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়ে দিনরাত কাজ করেন নিজ এলাকায়। গাজীপুর ইউনিয়নের ৫২টি গ্রামে ঠিকভাবে যেতে পারেননি। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার প্রশ্নই আসে না, কিন্তু দিন শেষে তিনি ৬ হাজার ৪৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির খান পান ৫ হাজার ১৬৪ ভোট।

মোহাম্মদ আলীর এই জয় যেন জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি ‘এলাম, দেখলাম, জয় করলাম'-এর মতোই হলো।
এ ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, এর আগে কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি। জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। আমি সবার কাছে যেতেও পারিনি। এখন আমার স্বপ্ন গাজীপুরকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে