শনিবার, ২২ জুন, ২০১৯, ০২:১৭:০৫

ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কিনল বিজিবি

ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কিনল বিজিবি

বেনাপোল (যশোর): যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গত জানুয়ারি মাসে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের বিএসএফের ট্রেনিং সেন্টারে যায় প্রশিক্ষণের জন্য। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েক সুবেদার মাহবুবুল আলম।

সাড়ে চার মাস প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশে ফিরে আসে। আসার সময় বিএসএফের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) কিনে আনা হয়।

লে. কর্নেল মো. সেলিম রেজা আরও জানান, কুকুরগুলো প্রথমে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে রাখা হবে। পরে এগুলো ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে