বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ০২:২৫:২৬

৬৭১ বস্তা সরকারি চালসহ ২ জনকে আটক

৬৭১ বস্তা সরকারি চালসহ ২ জনকে আটক

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার একটি আড়ৎ থেকে ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে আড়ত মালিক ও কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর আড়ত থেকে চালগুলো উদ্ধার করা হয়।

আড়ত মালিক দেলোয়ার হোসেন বলেন, আমি ফরিদপুর থেকে ২০ টাকা দরে চাল কিনেছি। কিশোর ও শাফায়াতের কাছ থেকে চালগুলো কিনেছি। মালের চালান পুলিশের কাছে রয়েছে।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, খাজুরা বাজারে একটি ট্রাক থেকে সরকারি চাল নামানো হচ্ছে- এমন সংবাদে পুলিশ সেখানে যায়। পরে দেখা যায় ঘটনা সত্য এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আড়ত মালিক দেলোয়ার হোসেন দিলু এবং ড্রাইভার মো. মাসুদকে আটক করা হয়েছে। চালসহ কাভার্ডভ্যান থানায় আনা হয়েছে। চালের বস্তাগুলো খাদ্য অধিদফরের সিলযুক্ত।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার- ইউএনও তানিয়া আফরোজ জানান, আড়তদার যে তথ্য দিয়েছেন তাতে অসংলগ্নতা রয়েছে। কিন্তু চালগুলো সরকারি এবং এগুলো বাইরে বিক্রি করা নিষিদ্ধ। সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। একই সঙ্গে তিনি যাদের কাছ থেকে চাল কিনেছেন সেখানেও অভিযান চালানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে