শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০, ০৯:১৩:১৯

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে সড়ক পথে ভারতে ফিরে গেলেন রীভা গাঙ্গুলি

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে সড়ক পথে ভারতে ফিরে গেলেন রীভা গাঙ্গুলি

যশোর থেকে : যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে ফিরে গেছেন সদ্য বিদায়ী ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। আজ শুক্রবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে ফিরে যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নি'শ্চি'ত করেন বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা শেষ করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী। গত বছরের পহেলা মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলে রীভা গাঙ্গুলি হাই-কমিশনার হিসেবে যোগদান করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে