মঙ্গলবার, ০৬ জুলাই, ২০২১, ০২:৩১:০৪

নিজের লিভার দিয়ে চাচাকে বাঁচালেন ভাতিজা

নিজের লিভার দিয়ে চাচাকে বাঁচালেন ভাতিজা

এমন নজীর খুব কমই দেখা মিলে। নিজের লিভার দিয়ে চাচাকে বাঁচালেন তারই ভাতিজা। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের সন্তান তাজিন। যশোর সরকারি সিটি কলেজে ইংরেজিতে অনার্স করছেন। তিন ভাই-বোনের মধ্যে বড়। 

জানা যায়, তাজিনের বড় চাচা মীর শাহজাহান কবীর। সাবেক বীমা কর্মকর্তা। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃ'ত্যুর সঙ্গে ল'ড়ছিলেন। কোথাও লিভারের সন্ধান না পাওয়ায় তাঁর বেঁচে ফেরার আশা ছাড়তে বসেছিল পরিবার। 

এদিকে চিকিৎসকরা বলেছিলেন, স্বজনদের মধ্যে কেউ লিভার দান করলে সুস্থ হতে পারেন। যিনি দান করবেন তাঁর বয়স পঁচিশের নিচে হলে খুব ভালো। কারণ কিছু বিধি-নিষেধ মেনে চললে এই বয়সীদের লিভার পূরণ হওয়া সম্ভব। শুনে তাজিন নিজেই চাচাকে লিভার দানে আগ্রহ দেখান। অনেকে নিষেধ করেছিলেন ‘জেনেশুনে নিজের জীবনের ঝুঁকি নিস না।’ কিন্তু তাজিন নাছোড়বান্ধা। চাচাকে বাঁচাবেনই। তাজিনের একটাই কথা ‘লিভার দান করা সবার ভাগ্যে জুটবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে