শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩০:৩৩

বিএনপির দুর্গ এখন আওয়ামী লীগের কব্জায়

বিএনপির দুর্গ এখন আওয়ামী লীগের কব্জায়

আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ থেকে : কালীগঞ্জ উপজেলার ১১টি ও ঝিনাইদহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ আসন। বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসনের চালক এখন আওয়ামী লীগ। বর্তমান সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আযিম আনার।

তিনি আগামী নির্বাচনে আবারও মনোনয়ন পেতে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচিত হওয়ার পর আনোয়ারুল আযিম তার কৌশল নিয়ে এগিয়ে যান। ভোটারদের টানতে উন্নয়নে মন দেন। এলাকার যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতায়ন ও শিক্ষার উন্নয়নে কাজ শুরু করেন।

উল্লেখযোগ্য কাজের মধ্যে কালীগঞ্জ মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজ ও নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুল সরকারিকরণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, নূর আলী ডিগ্রি কলেজের ৪ তলা ভবন নির্মাণ, খেলাধুলার উন্নয়নে কালীগঞ্জ মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।

চেষ্টা তদবিরের মাধ্যমে মোবারকগঞ্জ চিনিকলটি ডিজিটালাইজড করে সারাবছর চিনি উৎপাদনের জন্য চীনের সঙ্গে চুক্তিবব্ধ করিয়েছেন। কালীগঞ্জ শহরে একটি শিল্পাঞ্চল করতে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন। তিনি আগামীতে নির্বাচিত হলে কালীগঞ্জ শহরকে সম্পূর্ণ ডিজিটাল শহরে পরিণত করতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তবে এ আসনে এমপি আযিমের বিরুদ্ধে লড়তে দলের ভেতর থেকে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে- সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান। তিনি জানান বর্তমান এমপি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আতাত করে নিজদলের নেতাকর্মীদের নির্যাতনসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নজরে এনেছি। আগামী নির্বাচনে নেত্রী আমাকেই মনোনয়ন দেবেন বলে বিশ্বাস করি।

আগামী নির্বাচনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দলকে ঐক্যবদ্ধ করে এলাকার মানুষের সার্বিক উন্নয়নে অতীতের মত কাজ করার অঙ্গীকার করছি। এছাড়াও বিশেষ করে এই নির্বাচনী এলাকার অসংখ্য অসহায় ও দুস্থ তাঁতীকে অর্থায়নের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে সকল প্রকার চেষ্টা করবো। নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ার কুমারখালীর মতো বড় ধরনের কাপড় বিকিকিনির হাট বসানোর ব্যবস্থা করবো।

ওদিকে সাবেক ছাত্রনেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু বলেন, ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে ৪দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের হাতে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। এছাড়াও একাধিক মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘদিন কারাভোগ করি।

২০১১ সালে আওয়ামী লীগ সভানেত্রী তাকে পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং এলাকার মানুষের সমস্যার সমাধান ও অর্থনৈতিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি তার সমর্থক ও কর্মীদের নিয়ে এলাকায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু। তিনি বলেন ১৯৭৪ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর ১৯৮৬ সালে কালীগঞ্জ থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র ১শ’ ১১ ভোটে পরাজিত হই। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও এই আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক শ্রমিক নেতা গোলাম সরোয়ার খান সউদ। তিনি জানান ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।

মুক্তিযোদ্ধা এই আওয়ামী লীগ নেতা এর আগে ২ বার দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পেতে ব্যর্থ হন। এবার দলীয় নেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সাবেক ডিআইজি নজরুল ইসলাম বাচ্চু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌্যান ডা. রাশেদ সমশের দলীয় মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন।

অন্যদিকে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বেশ কয়েকজন। সাবেক এমপি বিএনপি’ নেতা শহীদুজ্জামান বেল্টু এবারও মনোনয়ন চাইবেন । ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নানের কাছে ৩ হাজার ৫শ’ ভোটে হেরে যান। তিনি শারীরিক অসুস্থতার কারণে অধিকাংশ সময় ঢাকাতে অবস্থান করেন। বিএনপি’র কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচিতে তাকে দেখা যায় না।

তবে এবারও মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে ঢাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ আগামী নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা হওয়ায় এলাকায় তরুণ সমাজের কাছে তিনি বেশ জনপ্রিয়। এছাড়া বিগত আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হওয়ায় দলের নীতি-নির্ধারণী ফোরামেও রয়েছে তার গ্রহণযোগ্যতা।

তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গেও রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। তিনি মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শতভাগ আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী নির্বাচন সকলদলের অংশগ্রহণ এবং নিরপেক্ষ হলে বিএনপি সরকার গঠন করবে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ কালীগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়াও সাবেক ছাত্রনেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এবং জেলা বিএনপি’র সদস্য হামিদুল ইসলাম হামিদ দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। তিনি গত ১/১১ থেকে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। আর আন্দোলন করতে গিয়ে ২০টি মামলার আসামী হয়েছেন। এই সব মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন।

ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তার ব্যবসা প্রতিষ্ঠান, কার্যালয় ও বাড়িতে একাধিকবার ভাঙচুর চালায়। তিনি জানান দল যদি তাকে মনোনয়ন দেন তবে এলাকাবাসীর ভালোবাসা ও সহযোগীতায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে নেত্রীকে এই আসনটি উপহার দিব। নির্বাচিত হয়ে কালীগঞ্জ শহরকে মাদক মুক্ত করার জন্য কাজ করে যাবেন। এলাকার শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য জোর প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।

সাবেক পৌর চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুবুর রহমানও মনোনয়ন পেতে লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টি থেকে নির্বাচনের জন্য সাবেক এমপি নূর উদ্দীনের নাম শোনা যাচ্ছে। এমজমিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে