বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ০২:২৩:০১

আ.লীগে যোগদান করলেন বিএনপির দুই হাজার নেতাকর্মী

আ.লীগে যোগদান করলেন বিএনপির দুই হাজার নেতাকর্মী

নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা বিএনপির ২ হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী স্কুলমাঠে নির্বাচনী কর্মী সমাবেশে এসব নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খুরশিদ আলম ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি মিয়াও রয়েছে।

আ.লীগে যোগদান প্রসঙ্গে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খুরশিদ আলম বলেন, ‘বিগত ২০ বছরে বিএনপি সরকার এলাকাতে কোনো উন্নয়ন করেনি। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দল বদলের সিদ্ধান্ত নিয়েছি।’

আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, ঝিনাইদহ সদর থানার সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, শামিম আরা হ্যাপি, মৌচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, যুবলীগ নেতা ইকরামুল হক সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সমন্বয়ক তুহিন রেজা, সদস্য মীর সাইফুজ্জামান শাকিল, ফারজানা ইয়াসমিন রাখি, তুহিনুজ্জামান তুহিন প্রমুখ।

আগামী ৩০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরকম ঘটনা এটা প্রথম নয়। আগেও বিভিন্ন জায়গায় এক দল থেকে আরেক রাজনৈতিক দলে যোগ দেওয়ার দৃশ্য দেখা গেছে এবং যাচ্ছে। তবে বিএনপির থেকে আওয়ামী লীগে যোগদানের ঘটনা বেশি লক্ষ্য করা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে