মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৫:৫৬

বাংলাদেশ থেকে ভারতে গেল ইলিশের প্রথম চালান

 বাংলাদেশ থেকে ভারতে গেল ইলিশের প্রথম চালান

নিউজ ডেস্ক : ভারতে ইলিশ রপ্তা'নির ১২ টনের প্রথম চালান আজ সোমবার বিকেলে বেনাপোল ব'ন্দর দিয়ে রফতানি হয়েছে। রবিবার ৯ জন ইলিশ রপ্তানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুম'তি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 

খুলনাস্থ জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামে একটি র'প্তানিকারক প্রতিষ্ঠান আজ ১২ টন ইলিশ মাছ ভারতে রপ্তা'নি করেছেন। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে ভারতে। আজ মোট ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তা'নি করা হয় ভারতে। 
ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ১২ টন ইলিশ আমদানি করেছে আজ। কাস্টমস এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রফতানি করেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট। 

২০১৯ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে রফতানি করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এবছর ১ হাজার ৫ শ' মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তা'নি করার অনুম'তি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রফতানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রু'ত রফতা'নি করার জন্য কাস্টমস এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নি'র্দেশনা দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে