সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৫২:২৬

ভারত থেকে পেঁয়াজ কোনও সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ভারত থেকে পেঁয়াজ কোনও সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

কুড়িগ্রাম থেকে : ভারতের আমদানিকৃত পেঁয়াজ দিতে চাইলেও আনার কোনও সুযোগ নেই। কারণ সরকারের পক্ষে ভারতের অকশানে অংশগ্রহণ করার সুযোগ নেই। বিষয়টি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজসহ সব ধরনের দাম কমে আসবে। রোজায় নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ পেঁয়াজের দাম সহনশীল রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ্য সদস্য আছলাম হোসেন সওদাগার, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে