বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১২:৫২:২৩

কুষ্টিয়ার কুমারখালীতে একই ঘরে সাপের কামড়ে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে একই ঘরে সাপের কামড়ে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রায় এক বছর পূর্বে নিহ'তের কন্যা সন্তান ময়না (১১) ও দুই বছর পূর্বে তার স্ত্রী নুরজাহানের একই ঘরে সাপের কা'মড়ে মৃত্যু হয়েছিল।

বুধবার সকালে সরে'জমিন গেলে প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১টার দিকে তার গলায় কা'ম'ড় দেয় সাপ। এ সময় তিনি নিজেই সাপটিকে ধ'রে মাটিতে ফে'লে হাতপাখা দিয়ে আ'ঘা'ত করলে সাপটি দু'র্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছু'টে এসে সাপ ও নিহ'ত বক্করকে মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া অপরা'গতা স্বী'কার করলে রাতেই মোটরসাইকেলযোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারা আরো জানান, একই ঘরে প্রায় এক বছর আগে নিহ'ত ব্যক্তির কন্যা ময়না ও দুই বছর আগে তার স্ত্রী নুরজাহানের সাপের কা'ম'ড়ে মৃত্যু হয়।
এ ত'থ্য নি'শ্চিত করে নিহ'তের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কা'ম'ড় দিলে সাপ ও নিহ'ত আবু বক্করকে প্রথমে সাপুড়িয়ার বাড়িতে এবং পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘরে সাপের কা'ম'ড়ে নিহ'তের সন্তান ও স্ত্রীর মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে