শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০৩:৩২:২২

অজানা রোগে আক্রান্ত শিশু মিরাজকে ঢাকা আনা হয়েছে

অজানা রোগে আক্রান্ত শিশু মিরাজকে ঢাকা আনা হয়েছে

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট থেকে: অজানা রোগে আক্রান্ত লালমনিরহাটের শিশু মিরাজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। মিরাজ ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মিরাজ লালমনিরহাটের হাতীবান্ধা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ও ওই এলাকার দিনমজুর আব্দুল হামিদের পুত্র। অজানা রোগে আক্রান্ত শিশু মিরাজকে নিয়ে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে মিরাজের চিকিৎসায় এগিয়ে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আমিরুল জামান জানান, শিশু মিরাজ অজানা রোগে আক্রান্ত এমন একটি খবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলীর সহযোগিতায় ২২ জুলাই শিশু মিরাজকে প্রথমে স্থানীয় হাসপাতালে ওই দিনেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসাপাতালে ভর্তি করা হয়। শিশু মিরাজের জন্য চিকিৎসকরা একটি বোর্ড করেন। রোগ নির্ণয় না হওয়ায় তার আরও কিছু পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাতীবান্ধা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাপলা বেগম বলেন, ৬ বছর বয়স থেকে মিরাজের শরীরে বিভিন্ন ধরণের রোগ আক্রান্ত হয়। পরে শরীরে এক ধরণের চুলকানী ও পুরো শরীর ফুলে যায়। ফলে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না শিশু মিরাজ।

এদিকে শিশু মিরাজের সুস্থ্যতা কামনা করে শুক্রবার তার বাড়ীর পাশে মসজিদে দোয়া মহাফিল করেছে স্থানীয়রা। শনিবার মিরাজের স্কুলেও দোয়ার আয়োজন করে ওই স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে