বুধবার, ০১ জুলাই, ২০২০, ০২:১৫:১৯

মাটির নিচে মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ

মাটির নিচে মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ

লালমনিরহাট : লালমনিরহাটে তৃতীয় দ'ফায় এবার মাটির নিচ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ উ'দ্ধা'র করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় শহরের স্টোর পাড়া এলাকায় অভি'যান চা'লিয়ে ওষুধ ব্যবসায়ী শরাফত আলীর বাড়ি থেকে এসব সরকারি ওষুধ উ'দ্ধা'র করা হয়। 

পুলিশ জানায়, গত ২৫জুন গ্রে'ফ'তারকৃ'ত টাউন ফার্মেসীর মালিক ব্যবসায়ী শরাফত আলীর দেয়া স্বী'কারো'ক্তির ভি'ত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাফুজ আলমের নেতৃ'ত্বে পুলিশের একটি দ'ল স্টোরপাড়া এলাকায় তার বাড়িতে অভি'যান চা'লায়। এসময় তার বাড়ির পিছনে টয়লেট ও উঠানের মাটি খ'নন করে ৭ প্রকারের সরকারি ওষুধ উ'দ্ধা'র করে পুলিশ। এসব ওষুধের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। 

এর আগে গত ২৩ জুন মঙ্গলবার শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভি'যান চা'লিয়ে ২৫ প্রকারের সরকারি ওষুধ ও ১৭৫টি ডিজিটাল ওয়েট মেশিনসহ আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে গ্রে'ফ'তার করে পুলিশ। 

ওই দিন রাতে সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে আব্দুর রাজ্জাক রেজার ভাই হামিদুর রহমান দুলু (৪৫), আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকি'পার মাহবুব আলম (৫৮), কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকি'পার জাকারিয়া (৪০) ও লালমনিরহাট সিভিল সা'র্জ'ন কার্যালয়ের স্টোরকি'পার মোয়াজ্জেম হোসেন (৪৫)-সহ ৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মা'মলা দা'য়ের করেন। 

পরে আব্দুর রাজ্জাক রেজার দেওয়ার ত'থ্যের ভি'ত্তিতে গত ২৫ জুন শহরের টাউন ফার্মেসীতে পুলিশ অভি'যান চা'লিয়ে বিপুল পরিমান সরকারি ওষুধ উ'দ্বার করে পুলিশ। এ ঘ'টনায় ওই ফার্মেসীর মালিক ঔষধ ব্যবসায়ী শরাফত আলীকে গ্রে'ফতার করে জে'ল হা'জতে পা'ঠানো হয়। 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, শরাফত আলীর দেয়া স্বী'কারো'ক্তির ভি'ত্তিতে তার বাড়িতে অভি'যান চা'লিয়ে মাটির নিচ থেকে ২বস্তা ওষুধ উ'দ্ধা'র করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি ওষুধ চু'রির সি'ন্ডিকে'টের সাথে যারাই জ'ড়ি'ত থাক না কেন কেউ রে'হাই পাবে না। 

এদিকে, সরকারি হাসপাতালের তিন ষ্টোরকি'পার এই ওষুধ সি'ন্ডিকে'টের সাথে জ'ড়িত থাকার অপ'রাধে মা'মলা হলেও এখন পর্যন্ত লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ থেকে তাদের বি'রুদ্ধে কোন রকম ব্যবস্থা না নেয়ায় সাধারণ মানুষের মধ্যে চ'র'ম ক্ষো'ভ দেখা দিয়েছে। মা'মলায় অভি'যু'ক্তরা দি'ব্যি সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ ব্যপারে লালমনিরহাট সিভিল সা'র্জ'ন ডাঃ নির্মলেন্দু রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আইনের ঊ'র্দ্ধে কেউই নন। পুলিশ তাদের বি'রু'দ্ধে যথাসময়েই ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে