বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ০৫:০৯:৩১

খালে মাছ ধরতে গিয়ে মিলল ‘৬৬ লাখ টাকা’

খালে মাছ ধরতে গিয়ে মিলল ‘৬৬ লাখ টাকা’

লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় খাল থেকে ৬৬ বান্ডিল ‘জা'ল টাকা’র নোট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি সেতুর নিচ থেকে টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেঁ'ড়া টাকা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে সেতুর নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে একশতটি নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জা'ল।

ওই এলাকার নিশি রায় (৪৫) জানান, আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি। সবগুলোই জা'ল টাকার নোট।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, আমরা এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল টাকা উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জা'ল টাকার নোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে