শনিবার, ২৯ জুন, ২০১৯, ০৪:১৭:১৬

ঘুষ ছাড়াই মাত্র ২০৬ টাকায় পুলিশে চাকরি পেলেন এতিম দুই মেয়ে

ঘুষ ছাড়াই মাত্র ২০৬ টাকায় পুলিশে চাকরি পেলেন এতিম দুই মেয়ে

মেহেরপুর : ঘুষ ছাড়াই মাত্র ২০৬ টাকায় এতিম দুই মেয়ের পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মেহেরপুরের মুজিবনগর সরকারি শিশু পরিবারে। এতিম লতা খাতুন ও প্রিয়া খাতুন ছোটবেলা থেকেই শিশু পরিবারের সদস্য। মেধার ভিত্তিতে তাদের পুলিশে চাকরির মধ্য দিয়ে তারা একটি নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ পেলেন।

জানা গেছে, পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করতে ১০৩ টাকা ফি জমা দিতে হয়। কোনো ধরনের ঘুষ বাণিজ্য ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগের ঘোষণা দিয়েছিলেন মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। 

এতে উদ্বুদ্ধ হয়েই এই দুই এতিম মেয়ে গত ২৪ জুন মেহেরপুর পুলিশ লাইন্সে বাছাই পরীক্ষায় অংশ নেন। গত কয়েক দিন বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করে জেলার দুই এতিমসহ ১৮ নারী ও পুরুষ পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তাদের পরিবারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে