বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ১১:১১:৪০

শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবি'র বাধায় কাজ বন্ধ

শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবি'র বাধায় কাজ বন্ধ

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তের বটুলী এলাকায় দু’টি স্থানে শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে প্রায় ৭০০ মিটার জায়গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্প্রতি কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বিএসএফ ওই কাজ বন্ধ রেখেছে। এ ঘটনায় উভয় পক্ষ সীমান্তে তাদের টহল জোরদার করেছে।

বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ফুলতলা সীমান্তের বটুলী এলাকার বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের রাঘনা এলাকা অবস্থিত। রোববার (১০ জানুয়ারি) বিএসএফ তাদের সীমান্তের ৭০০ মিটার জায়গায় শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে ১৮২৪ এর ৭ এস পিলারের উভয় পাশে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায়।

এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই দিনই বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিজিবি বিএসএফকে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বললে বিএসএফ তাতে সম্মত হয়। অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় বিজিবি।

বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. শহীদুল ইসলাম জানান, আন্তর্জাতিক নিয়ম অনুসারে শূন্যরেখা থেকে ১৫০ গজের বাইরে বেড়া স্থাপনের কথা। কিন্তু বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতরে বেড়া স্থাপনের চেষ্টা চালায়। এ কারণে জরুরিভাবে পতাকা বৈঠক ডেকে তারা বিএসএফের কাছে আপত্তি জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে