বুধবার, ১৭ জুন, ২০২০, ০২:০০:৪৮

সীমান্তে বিএসএফের নির্যা'তনে আব্দুল বারী এক ব্যক্তি নিহ'ত

সীমান্তে বিএসএফের নির্যা'তনে আব্দুল বারী এক ব্যক্তি নিহ'ত

 নওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যা'তনে আব্দুল বারী (৪৫) নামে এক ব্যক্তির মৃ'ত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ভোরে সাপাহার আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহ'ত আব্দুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে। তিনি চোরাকারবারি দলের সদস্য বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাতে আব্দুল বারীসহ একদল চোরাকারবারি পুনর্ভবা নদীর আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা বুঝতে পেরে তাদের তা'ড়া করেন। অন্য চোরাকারবারিরা পালিয়ে আসতে পারলে আব্দুল বারী ধ'রা পড়েন। পরে তাকে নি'র্যাতন করে পুনর্ভবা নদীর তীরে তারকাঁটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে যান বিএসএফ সদস্যরা। বুধবার ভোরে আব্দুল বারীর মরদেহ তারকাটার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন।

১৬ বিজিবির আদাতলা ক্যাম্পের সুবেদার আব্দুল হান্নান বলেন, একদল চোরাকারবারি ভারতে প্রবেশের জন্য পুনর্ভবা নদীর কিনারে অপেক্ষা করছিল। বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ক'কটেল ছুড়ে মা'রে। এ সময় তারা গু'রুতর অবস্থায় পা'লিয়ে যান। তারা বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে নিহ'তের ম'রদেহ উ'দ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে