শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ০৩:১৬:২৫

পুলিশকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে ‘বিএনপি প্রার্থীর এজেন্ট’ আটক

পুলিশকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে ‘বিএনপি প্রার্থীর এজেন্ট’ আটক

নড়াইল : পুলিশকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট পরিচয় দেয়া মো. রিয়াজুল ইসলাম। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে সদর থানা থেকে গ্রেফতার করা হয়।

মো. রিয়াজুল ইসলাম নড়াইল পৌর সভার মহিষখোলা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।

সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন বলেন, মো. রিয়াজুল ইসলাম বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় এসে নিজেকে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্ট বলে পরিচয় দেন। এ সময় তিনি পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা বের করে বলেন, ‘বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব মোর্শেদ জাপল ভাই এই টাকা পাঠিয়েছেন।’

ওসি বলছেন, ধারণা করা হচ্ছে নির্বাচনকে বিশ্বাস জাহাঙ্গীরের পক্ষে প্রভাবিত করার লক্ষ্যে এই ঘুষ প্রদানের চেষ্টা করা হয়।

একাধিকবার সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব মোর্শেদের মুঠোফোনে যোগাযোগ করেও সেটি বন্ধ পাওয়া যায়।

তবে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম দাবি করেন, রিয়াজুল ইসলাম নামে কোনো ছেলে বিএনপি কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নয়। দল এবং আমার নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এ কাজ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রিয়াজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে