রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ০৫:৩৩:৪৪

করোনা পরিস্থিতিতে বিনামূল্যে সেবা প্রদান করতে অ্যাম্বুলেন্স দিলেন মাশরাফি

করোনা পরিস্থিতিতে বিনামূল্যে সেবা প্রদান করতে অ্যাম্বুলেন্স দিলেন মাশরাফি

নড়াইল থেকে : করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবে আক্রা'ন্তদের পাশে দাঁড়িযেছেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজ এলাকায় নড়াইলে করোনা রো'গীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন তিনি। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ করেছেন তিনি। 

রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করবে এ অ্যাম্বুলেন্স। শনিবার সে কথা জানিয়ে মাশরাফি গণমাধ্যমকে বলেন, নড়াইল ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার করোনা রোগী বহনের জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে দুজন চিকিৎসক নিয়োজিত থাকবেন এবং অ্যাম্বুলেন্সটি ভ্রাম্যমাণ হাসাপাতালের মতো কাজ করবে।

মাশরাফি আরও বলেন, করোনা চিকিৎসায় হাসপাতালে বাড়তি দুজন চিকিৎসকও নিয়োগ দেয়া হচ্ছে। এ ছাড়া অস্থায়ী হাসপাতালে করোনা রোগীদের জন্য খাবারসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান করার নিশ্চয়তাও দেয়া হবে। এর আগে নিজ নির্বাচনী এলাকার ১২০০ অসহায় মানুষকে নিয়মিত খাবার প্রদান শুরু করেছেন মাশরাফি। এ ছাড়া মেডিকেল অফিসারদের জন্য ৫০০ পিপিইও সরবরাহ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে