রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ০৭:৪২:৪৩

করোনাভাইরাস: রোগীর বাড়িতে ডাক্তার, প্রশংসায় ভাসছেন মাশরাফী

করোনাভাইরাস: রোগীর বাড়িতে ডাক্তার, প্রশংসায় ভাসছেন মাশরাফী

নড়াইল: করোনাভাইরাসের আত'ঙ্কে দেশের মানুষ বিপ'র্যস্ত। চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সরা আত'ঙ্ক নিয়ে দিন পার করছেন। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক প্রাইভেট চেম্বার বন্ধ করে দিয়েছেন। হাসপাতালে বাড়ছে চা'প। ভোগা'ন্তি বেড়েছে সাধারণ রোগীদের। জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা সময়টাতে দাঁড়িয়েছেন চিকিৎসা ব'ঞ্চিতদের পাশে।

নিজের প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সহায়তায় মাশরাফী নিজ এলাকায় গড়ে তুলেছেন ভ্রা'ম্যমাণ মেডিকেল টিম। অ্যাম্বুলেন্স নিয়ে যারা রোগীর বাড়িতে গিয়ে দিয়ে আসছেন চিকিৎসাসেবা। রবিবার থেকে নড়াইল জেলায় শুরু হয়েছে এ কার্যক্রম।

মাশরাফীর ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন দেশের মানুষ। ভ্রা'ম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসা দেয়ার কয়েকটি ছবি ফেসুবকে ছড়িয়ে পড়েছে। সেখানে অনেকেই ম'ন্তব্যজু'ড়ে মাশরাফীর প্রশংসা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে