শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ০৩:১১:১৬

নড়াইলে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন মাশরাফি

নড়াইলে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন মাশরাফি

নড়াইল: প্রাণঘা'তী করোনা ভাইরাসের ক'ঠিন এই সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে। ক্রিকেটার পরিচয়ের বাইরে তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্যও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সচেত'নতামূলক বা'র্তা দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি। এবার তার জন্মস্থান নড়াইলের সদর হাসপাতলের সামনে একটি জীবা'ণুনাশক কক্ষ স্থাপন করেছেন এমপি মাশরাফি।

এদিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইল সদর হাসপাতাল গেটে স্থাপিত হয়েছে আধুনিক ও ব্যয়বহুল পদ্ধতি ‘ডিস'ইনফে'ক্টর’ চেম্বার। হাসপাতালে ঢো'কার সময় এই চেম্বারের মধ্যে দিয়ে প্রবেশ করলে তার শরীরে জীবা'ণুনা'শক স্প্রে' ছি'টানো হবে, স্টি'ম বা বা'ষ্প ছি'টানো এই স্প্রে' জীবা'ণু ধ্বং'সের একটি কা'র্যকর পদ্ধতি৷

আর যা ছি'টালে শরীর ভিজে যাবে না আবার জীবা'ণুও ম'রে যাবে। যার মাধ্যমে চিকিৎসক, সেবিকা, রোগী, সাংবাদিকগণ, এ্যাম্বুলেন্স চালক, হাসপাতালে প্রবেশ ও প্রস্থান কারী সকলে উপকার পাবেন। এই জীবা'ণুনা'শক কক্ষের মাধ্যমে সকলে জীবা'ণুর হাত থেকে নিজেকে নিরা'পদ রাখতে পারবেন। কক্ষটি স্থাপন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছে।

এদিকে নড়াইলের মানুষের কথা চিন্তা করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নিজ উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেছেন। ইতোপূর্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করেছে। মাশরাফি নিজেই এই ফাউন্ডেশনের চেয়ারম্যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে