বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ০৬:৪২:৪১

ছেলের সঙ্গে এসএসসি পাসের পর এবার এইচএসসিও পাস করলেন সেই মা

ছেলের সঙ্গে এসএসসি পাসের পর এবার এইচএসসিও পাস করলেন সেই মা

নাটোর থেকে : নাটোরের বাগাতিপাড়ায় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আলোচিত সেই মা মলি রাণী কুন্ডু এবার এইচএসসি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন। বুধবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৩.৯৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

চলতি বছর বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। মলি রাণী ওই কলেজের উদ্যোক্তা উন্নয়ন ট্রেডের ছাত্রী ছিলেন।

এদিকে ছেলে মৃন্ময় কুমার কুন্ডু এসএসসি পাসের পর নাটোরে টিএমএস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার ফলাফল পেয়েই আনন্দে আত্মহারা হয়ে মাকে মিষ্টি মুখ করান তার ছেলে।

এর আগে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছেলের চেয়ে ভালো ফলাফল করেন মা। মা মলি রাণী কুন্ডু পেয়েছিলেন জিপিএ ৪ দশমিক ৫৩ এবং ছেলে মৃন্ময় কুমার কুন্ডু পান জিপিএ ৪ দশমিক ৪৩। 

সে সময় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মলি রানী বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডের এবং ছেলে মৃন্ময় বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মেইনটেন্যান্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে