মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০৯:১৪:৩১

বানভাসী মানুষদের খাবার দিলেন পাখি প্রেমী সংগঠন সেতুবন্ধন

 বানভাসী মানুষদের খাবার দিলেন পাখি প্রেমী সংগঠন সেতুবন্ধন

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে চারদিনের টানা বর্ষনে সৃষ্ট বন্যায় আটকে থাকা বানভাসিদের মাঝে ত্রান বিতরণ করেছেন পাখি প্রেমী সংগঠন সেতুবন্ধনের সদস্যরা।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সৈয়দপুর শহরের জসিম বাজার, কাজীপাড়া, এলাকায় এ ত্রান বিতরণ করা হয়। সেতুবন্ধনের সদস্যরা এসময় শুকনা খাবার পাউরুটি,কলা,চিড়া,বিশুদ্ব পানি ও ওরস্যালাইন ওই পিড়িত এলাকায় বিতরন করে। স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক রুহুল আমিন, কার্যকরী সদস্য নাইমুল ইসলাম নয়ন,আহসান হাবীব জনি, তাহমিম ইসলাম মিশু, বায়জিদ হোসেন, মাজেদুল ইসলাম প্রমুখ।

একই দিন বিকেলে খাতামধুপুর কোচার শাখার সেতুবন্ধনের সাংগঠনিক সম্পাদক মো. মেরাজুল ইসলামের নেতৃত্বে দোয়ালীপাড়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের ২৫ থেকে ৩০ জন বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম সজল, আসাদুর জামান সবুজ প্রমুখ
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে