বুধবার, ১৭ মার্চ, ২০২১, ১২:২৬:২১

শেখ হাসিনা একাই লড়াই করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : এমপি গোপাল

শেখ হাসিনা একাই লড়াই করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : এমপি গোপাল

ফজিবর রহমান বাবু : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে ষড়যন্ত্রটা নতুন কিছু নয়। স্বাধীনতাবিরোধী শক্তি, যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি, যারা বাংলাদেশকে আজও মেনে নিতে পারে না, তারাই ষড়যন্ত্র করছে। তাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।

তিনি বলেন, তবে সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা একাই লড়াই করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার কাজ হচ্ছে দেশের উন্নয়নের জন্য কাজ করা, দেশের জনগণের স্বার্থে কাজ করা আর আমরা যারা আছি আমাদের কাজ হচ্ছে জেগে থাকা। আমরা যেমন অতীতে জেগে ছিলাম এই ষড়যন্ত্রকারীদের বিপক্ষে লড়াই করতে আমরা সামনেও জেগে থাকব এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য। এক কথায় স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের উৎখাতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

১৬ মার্চ ২০২১ মঙ্গলবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ৩ তলা একাডেমিক ভবন ও নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক , সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম।
এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাহারোল উপজেলা রসুলপুর ইউনিয়নে দক্ষিণ মহেষপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত সেমিপাকা ভবনের উদ্বোধন করেন এমপি গোপাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে