মঙ্গলবার, ০৯ নভেম্বর, ২০২১, ১০:২৩:৫৭

জন্ম থেকে দুই হাত নেই, সব প্রতিবন্ধকতাকে জয় করে পায়ের সাহায্যে আলিম পাশ

জন্ম থেকে দুই হাত নেই, সব প্রতিবন্ধকতাকে জয় করে পায়ের সাহায্যে আলিম পাশ

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সম্পদ’-এর শতভাগ প্রমাণ দিয়েছেন পটুয়াখালীর ছেলে মো. বেল্লাল হোসেন আকন। জন্ম থেকে দুই হাত নেই তাতে কি হয়েছে, প্রবল ইচ্ছা শক্তি ও একাগ্রতা দিয়েই শারীরিক ও সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে নিয়েছেন এই অপ্রতিরোধ্য প্রতিবন্ধী বেল্লাল আকন।

সে লেখাপড়া থেকে শুরু করে সমবয়সীদের সঙ্গে সমান তালে চালাচ্ছেন মোবাইল ফোন, খেলছেন ফুটবল, বাইছেন নৌকা, করছেন পড়াশুনা এবং আদায় করছেন পাঁচ ওয়াক্ত নামাজও। ছোটো হোক আর বড় হোক একটি সরকারি চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন অধম্য বেল্লাল আকন। নিন্দনীয় সমাজকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব এবং সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন অদম্য বেল্লাল আকন।

পটুয়াখালী জেলা সদর থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুরে অজোপাড়া এলাকায় রয়েছে প্রতিবন্ধী বেল্লাল আকনের দাদার বাড়ি। বাবা মো. খলিল আকন ও মা মোসা. হোসনে আরা বেগমের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে মো. বেল্লাল আকন কনিষ্ঠ সন্তান।

ছোট ছেলে বেল্লাল আকন ২০০০ সালে দুই হাত ছাড়াই জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে মায়ের আপ্রাণ চেষ্টায় বেল্লাল আকন পায়ের আঙ্গুলের সাহায্যে লেখাশেখে। ২০০৭ সালে বাড়ির নিকটে উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং ২০১৬ সালে উমেদপুর দাখিল মাদরাসা থেকে জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে। ২০১৮ সালে ওই মাদরাসা থেকে দাখিল পাশ করে একই ইউনিয়নের নাওভাঙ্গা সালেহিয়া ফাজিল মাদরাসায় ভর্তি হয় এবং সেখান থেকে ২০২০ সালে আলিম পাশ করেন। বেল্লাল আকন এখন রাষ্টবিজ্ঞান বিভাগে অনার্স পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।


 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে