মঙ্গলবার, ০২ আগস্ট, ২০২২, ০২:৩৯:২৫

এক বিশাল শোল মাছ ধরা পড়ল, ওজন ৬০ কেজি!

এক বিশাল শোল মাছ ধরা পড়ল, ওজন ৬০ কেজি!

এমটি নিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের এক বিশাল সামুদ্রিক শোল মাছ। মঙ্গলবার (০২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে বাঁশখালির হাছানুল নামে এক জেলের জালে তিন দিন আগে মাছটি ধরা পড়ে। আজ তিনি মাছটি আলীপুর নিয়ে আসেন। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে হাসানুল বলেন, মাছটি জালে আটকা পড়ার পর এটি ছুটে যাওয়ার জন্য জাল অনেকখানি কেটে ফেলেছিল। সোমবার পর্যন্ত মাছটি জীবিত ছিল। 

মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ী আব্দুর রহিম খান বলেন, মাছ এখানে নিয়ে আসার পর অনেকেই এক নজর দেখতে ভিড় জমায়। পরে নিজেরা খাওয়ার জন্য মাছটি ২০ হাজার টাকায় কিনে নিয়েছি। এর আগেও জেলেদের জালে শোল মাছ ধরা পড়েছে। তবে এত বড় ছিল না।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল মূলত সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে