বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ১১:৪২:৫১

৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হলো ২ লাখ টাকায়

৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হলো ২ লাখ টাকায়

পিরোজপুর : পিরোজপুরের কাউখালীর কঁচা নদীতে জেলেদের জালে ধ'রা পড়ে ৪০০ কেজি ওজনের একটি সামুদ্রিক শাপলাপাতা মাছ। মাছটি বাজারে দুই লাখ টাকায় বিক্রি করা হয়।

জানা যায় গত মঙ্গলবার রাতে মাছটি বেকুটিয়া গ্রামের জেলে পিন্টুর জালে ধ'রা পড়ে। এই সংবাদ পেয়ে কাউখালীর সততা ফিস (আড়ৎদার) তা কিনে বুধবার বাজারে তোলে। এসময় করোনা নিষে'ধাজ্ঞা উপেক্ষা করে শত শত মানুষ মাছটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন।

কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, ‘সংবাদ পেয়ে বাজারে উপস্থিত হয়ে মাছটিকে উপজেলার উত্তর বাজার বালুর মাঠে নিয়ে বিক্রি করার নির্দেশ দেই।  এসময় ক্রেতাদের নামের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।’  

সততা ফিসের মালিক জানান, বাজারে মাছটি প্রতি কেজি ৫০০ টাকা দরে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে