বুধবার, ১৪ জুন, ২০১৭, ০৪:৫৩:০৩

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ওবায়দুল কাদের

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ওবায়দুল কাদের

রাঙামাটি থেকে : পার্বত্য এলাকায় পাহাড়ধসে বিপর্যয়ের ঘটনার পরদিন রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি সাহায্যের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে হেলিকপ্টারে করে রাঙামাটি আসার পর মন্ত্রী মানিকছড়িসহ কয়েকটি এলাকা পরিদর্শন করে ত্রাণ দেন। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জেলা প্রশাসন কার্যালয়ে মিটিং করে বেলা ১টার দিকে রাঙামাটি ছেড়ে যান।

কাদের বলেন, 'সরকার ও আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা, ৫০০ বান্ডেল টিন ও ১০০ মেট্রিকটন চাল জরুরি সহায়তা হিসেবে দেওয়া হবে।'

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সোমবার রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে ১৩৩ জনের লাশ উদ্ধারের তথ্য জানায়।

কাদের বলেন, এটা প্রাকৃতিক বিপর্যয়। এখানে কোনো মানুষের হাত নেই। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙামাটি এসেছেন জানিয়ে বলেন, 'আমরা সবার পাশে আছি। আপাতত নিহতদের পরিবারকে ৩০ হাজার করে টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হবে।'

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে