বুধবার, ০৩ জুলাই, ২০১৯, ১২:৩২:৩০

কনস্টেবল নিয়োগে ১০৩ টাকার বেশি খরচ না করার জন্য অলিগলিতে মাইকিং

কনস্টেবল নিয়োগে ১০৩ টাকার বেশি খরচ না করার জন্য অলিগলিতে মাইকিং

নিউজ ডেস্ক : ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য মঙ্গলবার সতর্কতামূলক প্রচারণা চালিয়েছে রংপুর জেলা পুলিশ। এই নিয়োগে ঘুষ বাণিজ্য ও প্রতারণা ঠেকানোসহ যোগ্য ও মেধাবীদের নিয়োগ দিতে মঙ্গলবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার জেলার অলিগলিতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।

বুধবার (৩ জুলাই) রংপুর পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টি.আর.সি পদে নিয়োগের বাছাই ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা রয়েছে। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ব্যক্তির সাথে আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য এই প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে প্রচারণা মাইকে পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে ইচ্ছুকদের বুধবার প্রয়োজনী কাগজপত্রসহ পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ নিয়োগে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদেরই নিয়োগ দেওয়া হবে। কোনো প্রার্থীকে প্রতারকের ফাঁদে না পড়তে এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। এধরনের মাইকিং ও সচেতনতামূলক প্রচারণার কারণে অনেক যোগ্য প্রার্থী নিয়োগের খবর পেয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলেও মনে করছেন সচেতন মহল।

পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পুলিশে লোক নিয়োগের সময় প্রতারকের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হন। রংপুরে কোনো প্রকার টাকা ও সুপারিশ ছাড়াই যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেওয়া হবে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে জেলার নারী ও পুরুষকে পুলিশে নিয়োগ দিতে ব্যাপক প্রচারণায় মাইকিং করা হচ্ছে।’

তিনি বলেন, এই নিয়োগে ১০৩ টাকার বেশি খরচ হবে না। তারপরও কেউ যদি নিয়োগের আশ্বাস দিয়ে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন বা গ্রহণের চেষ্টা করে থাকেন তাহলে তার সঠিক নাম ঠিকানাসহ আমাদের মেসেজ ইনবক্স/ মেসেঞ্জারে দিন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনৈতিক লেনদেন হতে বিরত থাকতে চাকুরি প্রত্যাশী ও তাদের অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে