বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১২:৩৯:৫৮

দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না: ওবায়দুল কাদের

দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না: ওবায়দুল কাদের

রংপুর থেকে : আওয়ামী লীগ মানে ধ্বং'সস্তূ'পে দাঁড়িয়ে সৃষ্টির স্লো'গা'ন। দুঃ'সময় মো'কাবে'লার নাম আওয়ামী লীগ। সব দুঃ'সময় ও দু'র্যো'গের বি'রু'দ্ধে ল'ড়া'ই করে আ'ওয়া'মী লীগ আজ ক্ষ'ম'তা'য় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলীয় নেতাকর্মীদের ক্ষ'ম'তার দা'প'ট না দেখানোর আ'হ্বা'ন জানিয়ে তিনি বলেন, আজ সুসময় আছে। এই সুসময় চিরদিন নাও থাকতে পারে। ক্ষ'ম'তা চিরদিন থাকে না। বিনয়ী থাকবেন।

ওবায়দুল কাদের বলেন, মনে রাখবেন ক্ষ'ম'তা আছে, কিন্তু তা ক্ষ'ম'তা চিরদিন নাও থাকতে পারে। ক্ষ'ম'তা চিরদিন থাকে না। ক্ষ'ম'তা এক সময় চলে যাবে। ক্ষ'ম'তার দা'প'ট কেউ দেখাবেন না। বিনয়ী থাকবেন। আমাদের নেত্রী বলেছেন সাধারণ জীবনযাপন করতে হবে। অনেক স্বপ্ন দেখতে হবে। অনেক স্বপ্ন দেখাতেও হবে।

মঙ্গলবার বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। 

জেলা ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল করিম রাজু ও মহানগর সভাপতি সাফিউর রহমান সফি। সম্মেলন উপস্থাপনা করেন মহানগর সেক্রেটারি তুষার কান্তি মণ্ডল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে