শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১২:২৮:২০

পঞ্চম শ্রেণি পাস করেই এমবিবিএস ডাক্তার!

পঞ্চম শ্রেণি পাস করেই এমবিবিএস ডাক্তার!

রংপুর: স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই রংপুর নগরীর ধা'প এলাকায় চলছিল সেবা প্রাইভেট হাসপাতাল। ভু'য়া ডাক্তার পরিচয়ে রোগীদের প্র'তা'রিত করার অভি'যোগে হাসপাতালটির মালিক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদ'ণ্ড দিয়েছে তাকে। হাসপাতাল থেকে সব রোগীকে অন্যত্র স্থা'না'ন্তর করে সি'লগা'লা করার আদেশ দেওয়া হয়েছে। র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার হাফিজার রহমান বিষয়টি নিশ্চি'ত করেছেন।

র‌্যাব জানায়, রংপুর নগরীর ধাপ এলাকায় চারতলা ভবন ভাড়া নিয়ে সেবা প্রাইভেট হাসপাতাল পরিচালনা করে আসছিল অভিযু'ক্ত ভু'য়া ডাক্তার। স্বাস্থ্য বিভাগের কোনও অনুমোদন ছাড়াই অবৈ'ধভাবে রোগী ভর্তি করে চিকিৎসার নামে রোগীদের প্র'তারি'ত করে আসছিলেন তিনি। গো'পন সূ'ত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে হাসপাতালটিতে অভি'যান চালায়। হাসপাতালের মালিক রফিকুল ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করছিলেন। তার কোনও ডাক্তারি সনদ আছে কিনা জানতে চাইলে তিনি একপর্যায়ে স্বী'কার করেন পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছেন। কেন এমবিবিএস পদবি ব্যবহার করছেন জানতে চাইলে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।

র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার হাফিজার রহমান জানান, হাসপাতালে ত'ল্লা'শি চা'লিয়ে বেশ কয়েকটি ব্যাংকের চেকবই জ'ব্দ করা হয়েছে। ডাক্তার পদবি ব্যবহার করে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট খু'লেছেন তিনি। এছাড়া চিকিৎসা দেওয়ার নামে ব্যবস্থাপত্র প্যাডে নিজের নাম জু'ড়ে দিয়ে রোগীদের প্র'তা'রিত করে আসছিলেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, সেবা হাসপাতালের নামে স্বাস্থ্য বিভাগের কোনও অনুমোদন না থাকায় অভি'যানে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভু'য়া ডাক্তার পরিচয়ে রোগীদের সঙ্গে প্র'তার'ণার অভিযোগে রফিকুল ইসলামকে গ্রেফ'তার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে