রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ০৮:৫৪:৪৬

অসহায়, দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করছে এক দল তরুণ-তরুণী

অসহায়, দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করছে এক দল তরুণ-তরুণী

এমটি নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে রংপুরে সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করছে এক দল তরুণ-তরুণী। তবে একদম বিনা মূল্যে নয়। এক টাকা দিয়ে ইফতারসামগ্রী কিনে নিচ্ছে দুস্থ মানুষেরা। এত কম টাকায় এক প্যাকেটে ছয় পদের ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষ।

রবিবার বিকেলে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আপডেট রংপুর’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেড স্মাইলস’-এর উদ্যোগে নগরীর জাহাজ কম্পানি মোড় এলাকায় দুই শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে এক টাকায় ইফতার বিক্রয় করা হয়।

আয়োজকরা জানান, একটি ইফতারের প্যাকেটে ছোলাসহ বিরিয়ানি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ আরো কয়েক পদ রয়েছে। সঙ্গে দেওয়া হচ্ছে একটি করে পানির বোতল।

ইফতার পেয়ে রিকশাচালক বাবলু ও লাল মিয়া বলেন, 'রিকশা চালিয়ে যা আয় হয় চাল, ডাল ও সবজি কিনতে শেষ হয়ে যায়। ইফতার কিনতে গেলে কমপক্ষে ৫০-৬০ টাকা লাগে। গরিব মানুষ ৬০ টাকা দিয়ে ইফতার কিনতে পারি না। এক টাকা দিয়ে ইফতার একদল মানুষ রাস্তায় বিক্রয় করছে সেখান থেকে পেয়েছি। '

অটোরিকশাচালক রেমান মিয়া বলেন, 'এ সময় ভাড়া কম, রোজগারও কমে গেছে। বাড়িতে বাচ্চারা অনেক সময় ভালো খাবারের জন্য কান্না করে। কিন্তু ভালো ইফতার কিনতে গেলে যে দাম বাজারে, সেই দাম দিয়ে আমাদের মতো গরিবরা কিনতে পারে না। আজ এক টাকায় ইফতার পেয়েছি। '

স্প্রেড স্মাইলস স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র আফ্রিদা জাহিন বলেন, করোনায় আর রোজায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে চরম মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। এমন দুর্যোগের পরিস্থিতিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন এসব মানুষ। তাদের প্রায় দিনই ঠিকমতো ইফতার জুটছে অনেক কষ্টে। এসব মানুষের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। '

‘আপডেট রংপুর’ গ্রুপের পক্ষ থেকে হাসান বলেন, 'অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দরকার। সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিয়েছি। এসব বিবেচনায় রেখে কারো আত্মসম্মানে যেন আঘাত না লাগে এ জন্য এক টাকা দিয়ে ইফতার কিনতে হচ্ছে। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে