শনিবার, ১৪ মার্চ, ২০২০, ০৫:৩০:২১

মহাসড়কের পাশে পড়ে ছিল লুঙ্গির কাপড়ে পেঁচানো নবজাতকটি

মহাসড়কের পাশে পড়ে ছিল লুঙ্গির কাপড়ে পেঁচানো নবজাতকটি

সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় লুঙ্গির কাপড়ে পেঁচানো অবস্থায় ফেলে যাওয়া এক নবজাতককে উ'দ্ধার করেছেন সবুজ সরদার নামে এক অ্যাম্বুলেন্স চালক। শনিবার (১৪ মার্চ) ভোররাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাহদাহ ব্রিজের পাশে গায়ে র'ক্ত মাখা অবস্থায় নবজাতকটিকে পাওয়া যায়।

অ্যাম্বুলেন্স চালক সবুজ সরদার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড এলাকার সোনাই সরদারের ছেলে। তিনি পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের অ্যাম্বুলেন্স চালক। সবুজ সরদার বলেন, একটি রো'গীকে নিয়ে রাতে সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসার সময় রাত ৩টার দিকে গাড়ির আলোতে শাকদাহ ব্রিজের কাছে একটি শিশুকে পড়ে থাকতে দেখি। শুধু পা দুইটা দেখা যাচ্ছিল। পরবর্তীতে গাড়ি থেকে নেমে দেখি শিশুটি জীবিত। 

তিনি বলেন, শিশুটি গায়ে র'ক্তমাখা ও লুঙ্গির কাপড় দিয়ে জাড়ানো অবস্থায় ছিল। তাৎ'ক্ষণিক আমার বাড়িতে ফোন দিলে বাচ্চাটি বাড়ি নিয়ে যাওয়ার কথা জানায়। শিশুটি বর্তমানে আমার বাড়িতেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। বিষয়টি থানা পুলিশকে অব'হিত করেছি। আমার আট মাসের একটি মেয়ে রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যা শিশুটি আমি কাউকে দিব না। সে আমার মেয়ের মতই বড় হবে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শিশুটিকে দেখে এসেছি। শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে সে কার সন্তান সেটি এখনো জানা যায়নি। তবে আমরা খোঁজ করছি। কেউ এসে দাবি করলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে